শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ভৈরবে র‌্যাবের অভিযানে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ চোরাচালানকারী আনোয়ার আটক

রির্পোটারের নাম / ২০১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১৩৫৪ পিস ভারতীয় শাড়ি ও ৫৮ পিস ভারতীয় লেহেঙ্গাসহ মো. আনোয়ার হোসেন (২৯) নামে এক চোরাচালানকারীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (০১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটক চোরাচালানকারী মো. আনোয়ার হোসেন (২৯) কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মো. শাহজাহানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (০১ জানুয়ারি) ভোরে ভৈরব থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় একটি পিকআপ ভ্যানসহ চোরাচালানকারী মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে পিকআপ ভ্যান তল্লাশী করে ১৩৫৪ পিস ভারতীয় শাড়ী, ৫৮ পিস লেহেঙ্গা ও ৪টি টায়ার, চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপ (চাবি ও কাগজপত্রসহ), চোরাচালানের নগদ ৪ হাজার টাকা এবং একটি ত্রিপল উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১৮ হাজার টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চোরাচালানকারী মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ভারতীয় শাড়ী ও ভারতীয় লেহেঙ্গা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, উদ্ধারকৃত ভারতীয় শাড়ীসহ মালামাল এবং আটক চোরাচালানকারী মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com