নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বেক্সিমকো ফার্মা লি. এর পরিচালক রোকসানা হাসান।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মো. মোমেন ও সাধারণ সম্পাদক মো. শাহেদ আলী প্রমুখসহ অন্যান্যরা।