মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কর্র্তৃক নেত্রকোনার মদন উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকীর সঞ্চলনায় ইউএনও বুলবুল আহমেদ এর সভাপতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, ওসি মোহাম্মদ ফেরদৌস আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাফায়েত উল্লাহ, সামিউল হক সফি প্রমূখ। প্রদর্শনীতে মোট ৪৫টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ষ্টল পরিদর্শন করেন।
ছবিঃ প্রাণী সম্পদের প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।