স্টাফ রিপোর্টার: উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহে তিনটি ভেন্যুতে মেডিক্যালের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট এই তিন ভেন্যুতে এবারের ভর্তি পরীক্ষায় ৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (১এপ্রিল) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘণ্টা সময় ব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ জানান, সম্পূর্ণ সুশৃংখল পরিবেশে মেডিক্যালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি ভেন্যুতেই অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। এর জন্য সড়কে চরম যানজটের সৃষ্টি হয়।