এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি’কে সকল পদ পদবী থেকে বহিঃস্কার করায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আনন্দ মিছিল ও কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠিত।
আজ শনিবাবর (২৯ অক্টোবর) বিকেলে শহড়ের মিশন মোড় চত্বরে জাতীয় পার্টির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য দেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী ও লালমনিরহাট জেলা ছাত্র সমাজের আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।বিক্ষোভ মিছিলে জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে মশিউর রহমান রাঙ্গার কুশপত্তিলিকা পোড়ানো হয় মিশন মোড় চত্বরে