এনামুল হক ছোটনঃ
আলো আনে নিরাপত্তা, আলো বৃদ্ধি করে সৌন্দর্য, জীবনযাত্রার মান। এ লক্ষ্যেই সিটির সড়কগুলোকে আলোকিতকরণে কাজ করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ( মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সড়ক আলোকিতকরণে সিটিতে চলমান ৪৯ কোটি টাকার কাজ প্রায় শেষ পর্যায়ে। মেয়রের নেতৃত্বে এ কাজ এ বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। কিছুদিন পরপরই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নান্দনিক এলইডি বাতি জ্বলে উঠতে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ০৯ টায় নগরীর টাউনহল মোড় থেকে জেসি গুহ রোড ও সংযুক্ত সড়কসমূহে এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় কাচিঝুলি মেহেগনি মোড় হতে জিরো পয়েন্ট, জয়নুল আবেদিন পার্ক এবং সার্কিট হাউজ রোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু,
২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গোলাম রফিক দুদু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল হোসেন রাজীব সহ প্রমুখ।