স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত সোমবার (২১ ফেব্রুয়রি) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের ময়মনসিংহ-এর আয়োজনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম(বার), পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম সেবা), মহানগর আ.লীগ সভাপতি এহতেশামুল আলম।
আলোচনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।