স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম বার), পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার রবার্ট, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহান স্বাধীনতা দিবস উপল্েয জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।