সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

মাথা নত করে ক্ষমা চাইলেন দ. কোরিয়ার পুলিশ প্রধান

রির্পোটারের নাম / ১৯৫ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ২:৪০ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ার সিউলে হ্যালোইন উৎসবে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৫৬ জনের প্রাণহানির ঘটনায় মাথা নত করে ক্ষমা চেয়েছেন দেশটির পুলিশ প্রধান ইয়ুন-হে-কেওন। মঙ্গলবার (১ নভেম্বর) তিনি বলেন, এ ঘটনায় “গভীর দায়” অনুভব করছি। শনিবার রাতের ওই আয়োজনে দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা “অপ্রতুল” ছিলো।

শনিবার রাতে সিউলের ইটাউয়ন জেলায় হ্যালোইন উৎসবের সময় একটি সরু গলিতে বিশাল জনসমাগমে এ ঘটনা ঘটে। ওইদিন দুর্ঘটনার আগে জরুরি হটলাইনে বেশ কয়েকবার ফোন এসেছিল বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

তিনি ঘটনার দায় স্বীকার করে বলেন, “পুলিশের অব্যবস্থাপনা” ছিলো। এজন্য তিনি পদত্যাগ করবেন কি-না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি বলে জানিয়েছে দেশটির দৈনিক কোরিয়া জুংআং।

রাজধানী সৌলের ইটেওয়ান এলাকা পার্টি করার জন্য পরিচিত। সেখানেই শনিবার রাতে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়।

ইটেওয়ানের ব্যবসায়ীরা বলছেন, উৎসবের আগে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উৎসবে মাত্র ১৩৭ জন পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। তাদের অভিযোগ, উৎসবের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে পুলিশ মাদক ও যৌনবিষয়ক অপরাধ এবং কোভিড নিয়ে বেশি মনোযোগী ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com