রঞ্জন মজুমদার শিবু : ময়মনসিংহ নগরীর মাসকান্দায় স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর নিজস্ব ভবনে ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোরায় পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি কিনিক স্থাপন করেছে। যা থেকে গ্রামের মানুষ অতি সহজেই সেবা পায়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মানের উদ্বোধন করেছেন। যেখানে ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা হবে। তিনি স্বদেশ হাসপাতালের কর্তৃপদের বলেন আপনারা মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া বর্তমানে মানুষের সেবার মাধ্যমে সুন্দর অবস্থান তৈরী করেছেন। আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অত্র অঞ্চলের মানুষের সেবা প্রদান করবেন। চিকিৎসা সেবায় ময়মনসিংহের সুনাম রয়েছে। আপনারা অসহায় মানুষের পাশে দাড়াবেন সেবা দিবেন। মানুষের সেবার মাধ্যমেই সৃষ্টি কর্তার নৈকট্য লাভ করা যায়। মেয়র বলেন আমাদের ট্রেডিশন সেবা থেকে বেরিয়ে আসতে হবে। তবেই অনেক অসহায় মানুষ সহজে সেবা পাবে। আমরা সম্মিলিত ভাবে কাজ করতে পারলে মানুষকে ভাল রাখতে পারব যা বঙ্গবন্ধু চেয়ে ছিলেন। সুষম সমাজ ব্যবস্থা। আসুন করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি।
স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর চেয়ারম্যান প্রফেসর ড. আর.আই সরকারের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মু. আব্দুল করিম। হাসপাতালের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইসি চেয়ারম্যান ও স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর ভাইস চেয়ারম্যান ডাঃ শাহাব উদ্দীন আহমেদ চৌধুরী। তিনি জানান ময়মনসিংহে একমাত্র সর্বশেষ প্রযুক্তির সিটি স্ক্যান, এম আর আই সহ সর্বাধুনিক ডায়াগনস্টিক সেন্টার এখন স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর পরিচালনায় পরিচালিত হবে। আগামী দুই বছরের মধ্যে এটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ অধ্য ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডাঃ মোঃ টিটো মিঞা, ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্য অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বাংলাদেশ কিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ডাঃ হরিশংকর দাস, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ এইচ.এ গোলন্দাজ তারা প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর ভাইস চেয়ারম্যান ও চীফ এক্সিকিউটিভ, ময়মনসিংহ ফাউন্ডেশন মু. কামরুল হাসান মিলন।