নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় অটিস্টিক ও গ্রামীণ ক্রীড়া উৎসব শেষ হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গত বুধবার (৩০ মার্চ) বিকেলে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে কিশোরগঞ্জ জেলার তিনটি হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনার প্রায় ৮০ জন বালক এবং বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতায়। দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, ফুটবল দিয়ে পেনাল্টিসহ আরো অনেক গ্রামীণ খেলার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার এমএম ফজলুল হক আরিফ, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদ, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফ কামাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।