নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকেলে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে এই আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব নাহীদ পারভীন।
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় হাওর অঞ্চলের তিনটি উপজেলার ৮টি স্কুল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
উদ্বোধনী দিনে মিঠামইন উপজেলার ঢাকী ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়। আরেক ম্যাচে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিলো। দিনের শেষ ম্যাচে জয় পেয়েছে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়। গোপদিঘি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে তারা।
ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফ কামাল প্রমুখসহ অন্যান্যরা।
এ প্রতিযোগিতার ২৯ মার্চ বিকেলে দুটি সেমিফাইনাল এবং ৩০ মার্চ বিকেল ৪ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।