নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় ৯ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম ওরফে মিজান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আটক মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ওরফে মিজান (২৮) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ফরকি এলাকার মৃত আ. কুদ্দুসের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ওরফে মিজানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ এক হাজার ৪০০ টাকা ও একটি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ওরফে মিজান দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, অভিযানে আটকের পর মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ওরফে মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠামইন থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।