নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে জেলা পরিষদের ডাকবাংলোতে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম।
উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮ হাজার ৯ শত ৩৮ জন ছাত্র/ছাত্রীকে এই টিকা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আবদুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-সাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান সোহাগ প্রমুখসহ অন্যান্যরা।