নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় ‘যথাযথ প্রস্তুতি দুর্যোগে কমাবে ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের ৪র্থ দিনে অগ্নি নির্বাপন, ভুমিকম্প সচেতনতা ও ভুমিকম্প পরবর্তী উদ্ধার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় চলমান বাংলাদেশ স্কাউটসের ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পে মঙ্গলবার (২৯ মার্চ) সহশ্রাধিক রোভার স্কাউটকে অগ্নি নির্বাপন, ভুমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, সচেতনতা ও ভুমিকম্প বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসময় রোভার স্কাউট ছেলে মেয়েরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ বিষয়ে প্রদর্শনী অবলোকন করেন।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ ও প্রদর্শনীতে হাতে কলমে অগ্নি নির্বাপন, ভুমিকম্প পরবর্তী উদ্ধার কাজ, সচেতনতামূলক প্রচারণা, জরুরী চিকিৎসা সেবা বিষয়ক নানারকম প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস এর উপ পরিচালক মো. জসিম উদ্দিন। সমগ্র প্রশিক্ষণ ও প্রদর্শন কার্যক্রমটি পরিচালনায় ছিলেন মিঠামইন ফায়ার সার্ভিস এর ফায়ার কর্মীরা। ফায়ার সার্ভিসের মিঠামইন স্টেশন অফিসার আবুজর গিফারী রোভারদের অগ্নি নির্বাপন ও ভুমিকম্প সচেতনতা বিষয়ক ব্রিফিং প্রদান করেন। এছাড়া, ক্যাম্পে স্কাউটিং কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনসাধারনের সম্পৃক্ততায় আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে মিঠামইন ও নিকলী উপজেলার ৪টি দলের মধ্যকার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এইদিন ক্যাম্পে অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিলো সাধারণ শিক্ষার্থী ও জনগণের মধ্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ।
সবজি বীজ বিতরণ উপলক্ষ্যে মিঠামইন আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন। ক্যাম্পে অংশগ্রহণকারী রোভারগণ কৃষক পরিবারের বাড়ি গিয়ে সবজি বীজ বপন করেন।