রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা এবং বীর মুক্তিযোদ্ধা সমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ৪৫ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” এবং “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ” আয়োজনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ময়মনসিংহ জেলার সকল সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে স্বাধীনতা দিবসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সফল বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এর আগে সকালে একই স্থানে জেলা সড়ক নিরাপত্তা কমিটি ও রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: হাফিজুর রহমান, বিআরটিএ ময়মনসিংহ এর কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সভাপতি তার বক্তব্যে ময়মনসিংহ জেলাকে যানজটমুক্ত করতে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com