স্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষে বাংলাদেশের শতভাগ এলাকায় বিদ্যুতায়ন উপলক্ষে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ময়মনসিংহ জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রক্ষেপণ এর আয়োজন করা হয়।
“বিদ্যুৎ ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু দেশের জনসংখ্যা শতকরা ১৫ ভাগ লোক যে শহরের অধিবাসী সেখানে বিদ্যুৎ সরবরাহের অবস্থা থাকিলেও শতকরা ৮৫ জনের বাসস্থান গ্রামে বিদ্যুৎ নাই। গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করিতে হইবে। ইহার ফলে গ্রাম বাংলার সর্বেেত্র উন্নতি হইবে। বন্যা নিয়ন্ত্রণ ও গ্রামে গ্রামে বিদ্যুৎ চালু করিতে পারিলে কয়েক বছরের মধ্যে আর বিদেশ হইতে খাদ্য আমদানি করিতে হইবে না।”
গত সোমবার (২১ মার্চ) সন্ধায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে অনুষ্ঠিত এ জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের জুলাই মাসে পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সম্মেলনে জাতির পিতা তার বক্তব্যে যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, মুজিব শতবর্ষে বাংলাদেশের শতভাগ এলাকাকে বিদ্যুতের আওতায় এনে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তাঁরই সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।
ক্যাপ: গত সোমবার সন্ধায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে দেশে শতভাগ বিদ্যুতায়ন উপলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি বৃন্দ।
ময়মনসিংহে একশত দরিদ্র শিার্থীকে শিা বৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ জেলায় একশত দরিদ্র শিার্থীকে শিা বৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ অন্যান্য শিা প্রতিষ্ঠানের ১০০ জন দরিদ্র মেধাবী শিার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টায় নগরীর এডভােকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) পারভেজুর রহমান। তিনি শিার্থীদের বলেন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য ভাল ভাবে লেখাপড়া করতে হবে। তোমাদেরকে শিতি জাতি হিসেবে গড়ে উঠতে হবে। তোমরা আগামীদিনের ভবিষ্যৎ। মাদক থেকে দূরে থাকতে হবে। তোমাদের মাধ্যমেই আমরা উন্নত বাংলাদেশ দেখতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের প্রভাষক মনােজ কুমার প্রামাণিক। মুখ্য আলােচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা সুশান্ত পাল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের লেকচারার নাজমুল হাসান জুন্নুন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ জামাল উদ্দিন তার বক্তব্যে বলেন শিা প্রসারের লে প্রতি বছর বিদ্যানন্দের থাকে কোটি টাকার শিা বৃত্তি প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারাদেশ ব্যাপী হাজার হাজার শিার্থীর পাঠানো আবেদন থেকে ময়মনসিংহ জেলায় বাছাইকৃত ১০০ জন শিার্থীকে এই শিাবৃত্তি তুলে দেয়া হয়েছে। শিা বৃত্তি হিসেবে মোট পাঁচ ল টাকা নগদ অর্থ সহায়তার পাশাপাশি প্রত্যেক শিার্থী শিা উপকরণ পাচ্ছেন।
চলমান করোনা মহামারীতে বহুদিন বন্ধ ছিলো শিা প্রতিষ্ঠান। কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়। করোনায় তিগ্রস্ত বিভিন্ন পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে আত্মনির্ভরশীল হতে। এরই অংশ হিসেবে বিদ্যানন্দ সারা দেশে হাজার শিার্থীকে বিদ্যানন্দ ফাউন্ডেশন শিা বৃত্তি প্রদান করছে।
ক্যাপ: গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র মেধাবী শিার্থীদের বৃত্তি প্রদান।
আসন্ন রমজান ও ঈদ বাজরে জোরালো নজরদারি থাকবে- মসিক প্যানেল মেয়র
স্টাফ রিপোর্টার ঃ গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মজুদ, সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ও অন্যান্য সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান ও ঈদে দ্রব্যমূল্য মজুদ, সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নজরদারি থাকবে। মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করবেন। এ সময় মসিক প্যানেল মেয়র সাধারণ মানুষের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে মানবিক ব্যবসা পরিচালনার আহবান করেন। সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতির সভাপতি এস এম বজলুর রহমান, রামবাবু রোড, সিকে ঘোষ রোড সমিতির সভাপতি হেলাল উদ্দীন, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন উপলে
ময়মনসিংহে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রপেণ
স্টাফ রিপোর্টার ঃ মুজিব শতবর্ষে বাংলাদেশের শতভাগ এলাকায় বিদ্যুতায়ন উপলে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ময়মনসিংহ জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রপেণ আয়োজন করা হয়।
“বিদ্যুৎ ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু দেশের জনসংখ্যা শতকরা ১৫ ভাগ লোক যে শহরের অধিবাসী সেখানে বিদ্যুৎ সরবরাহের অবস্থা থাকিলেও শতকরা ৮৫ জনের বাসস্থান গ্রামে বিদ্যুৎ নাই। গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করিতে হইবে। ইহার ফলে গ্রাম বাংলার সর্বেেত্র উন্নতি হইবে। বন্যা নিয়ন্ত্রণ ও গ্রামে গ্রামে বিদ্যুৎ চালু করিতে পারিলে কয়েক বছরের মধ্যে আর বিদেশ হইতে খাদ্য আমদানি করিতে হইবে না।”
গত সোমবার (২১ মার্চ) সন্ধায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে অনুষ্ঠিত এ জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের জুলাই মাসে পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সম্মেলনে জাতির পিতা তার বক্তব্যে যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, মুজিব শতবর্ষে বাংলাদেশের শতভাগ এলাকাকে বিদ্যুতের আওতায় এনে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তাঁরই সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।