স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদে এমপি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল রাখতে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে তারাই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের প্রজন্মকেই এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। নিয়মিত খেলাধুলা করতে হবে। এতে শরীর মন দুটোই ভাল থাকে। তিনি অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার জন্য বাচ্চাদের মাঠে নিয়ে যেতে হবে এবং নজর রাখতে হবে তারা যেন বিপথে না যায়। সন্ধার পর বাইরে থাকা চলবে না। মনে রাখতে হবে মূল দায়িত্ব লেখাপড়া। তিনি আরো বলেন জীবনে চলার পথে প্রতিটি পর্যায়ে শিার প্রয়োজন আছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মনিরা সুলতানা মনি এমপি, উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সুজিত কুমার দেবনাথ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক পরিষদের সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহবায়ক সহকারি অধ্যাপক এস এম মুখলেছুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, অভিবাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।