সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

মেসির হাত ধরে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

অনলাইন  ডেস্ক: / ২৭ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৫:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন  ডেস্ক:

বিশ্বকাপ জয় করেছেন লিওনেল মেসি, হাতে উঠেছে কোপা আমেরিকা থেকে শুরু করে ক্লাব পর্যায়ের সব ধরনের শিরোপা। কিন্তু ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে টাইব্রেকারে এত শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হবেন কি না, তা হয়তো ভাবতে পারেননি। ১-১ গোলে ম্যাচ ড্র। খেলা গড়ালো টাইব্রেকারে।

নির্ধারিত ৫টি করে শট নিয়েছে দুই দল। গোল হয়েছে ৪টি করে। এরপর সাডেন ডেথ। কিন্তু কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। একে একে টানা ৬টি শট হলো সাডেন ডেথে। সব মিলিয়ে ১১ নম্বর শটে গিয়ে ব্যর্থ হলো ন্যাশভিলে। সফল হলো ইন্টার মায়ামি। সে সঙ্গে ন্যাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে এই প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইন্টার মায়ামি। মেসি যোগ দেওয়ার পর এই ক্লাবটির যে বিশাল পরিবর্তন হলো, এই চ্যাম্পিয়নশিপই তার তার প্রমাণ।

টাইব্রেকারের সাডেন ডেথে একে একে প্রতিটি শটই জড়িয়ে যাচ্ছিল জালে। দুই পক্ষের কারোরই যেন থামার কোনো লক্ষণ নেই। ১১ নম্বর শটটি নেন দুই দলের গোলরক্ষকরা। ইন্টার মায়ামির হয়ে ড্রেক ক্যালেন্ডার নিজের শট জালে জড়াতে সক্ষম হন। তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর শটটি ডান পাশের কর্নারে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। সঙ্গে সঙ্গেই বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মায়ামির ফুটবলাররা। লিওনেল মেসিকে ঘিরে চলতে থাকে সেই উল্লাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com