স্টাফ রিপোর্টার : মানুষ মানুষের জন্য আসুন শীতার্ত মানুষের পাশে দাড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনগঞ্জ সমিতি ময়মনসিংহের উদ্যোগে শীতার্ত দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৯ জানুয়ারী) রাতে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় মোহনগঞ্জ সমিতির নির্বাহী পরিষদের সভাপতি কাজী মুখলেছুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম মণ্টু, রুহুল গনি তালুকদার, আলী সিদ্দিক এমরান, ফারুক আহম্মদ, জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আবু তাহের, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস, আল হেলাল তালুকদার, আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন জোসেফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত দেবনাথ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক স্বপন সরকার, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রওশন আরা খান, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমাস হোসাইন সাজা, প্রচার সম্পাদক মেহেদী ইকবাল দোলন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল মুজাহিদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাহী সদস্য হাফিজুর রহমান সবুজ, সুমন হাবীব, প্রফেসর ড. চয়ন গোস্বামী, পীযুষ কান্তি, জিলুর রহমান, আব্দুল মালেক, সৈয়দ তোফায়েল উদ্দিন তফন, ইশরাত জাহান খান, শফিউল আলম চৌধুরী জুয়েল, গোলাম মুজাহিদ, আল মামুন আজাদ, টিটু সরকার, আবুল কালাম, শায়লা ওসমান রূপা, জাকিরুল আলম রাজীব, আবুল হাসেম, এড. মাসুদ তানভীর তান্না।