স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ও পরোয়ানাভুক্তসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে জিআর সাজাপ্রাপ্ত ২, জিআর মামলায় পরোয়ানাভুক্ত ৫ এবং সিআর পরোয়ানাভুক্ত একজন রয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের পরামর্শে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তির লক্ষে পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করে বিচারিত আদালতে পাঠানোর জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। একই সাথে আদালতে বিচার কাজশেষে সাজাপ্রাপ্ত পলাতকদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। এ সব অভিযানে গত ২৪ ঘন্টায় পরোয়ানাভ্ক্তু জন এবং সাজাপ্রাপ্ত পলাতক দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম নগরীর সানকিপাড়া জামতলা মোড় থেকে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে শহিদকে ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং মাদক বিক্রিত নগদ ২২৯০ টাকাসহ গ্রেফতার করে। এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা নগরীর বলাশপুর আবাসন এলাকা থেকে মোঃ শামীমকে গ্রেফতার করে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।