স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্তসহ ৬ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসাবে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই কুমোদলাল দাস, এসআই শাহজালাল এবং এএসআই আল আমিনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চরকালিবাড়ির বিনু, বাড়েরার মোঃ সাব্বির, ও চরাঞ্চলের হাসিবাসির আফজাল হোসেনকে গ্রেফতার করে। এছাড়া পৃথক অভিযানে জিআর মামলায় পরোয়ানাভূক্ত আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।