স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আশিকুল হক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে খাগডহর ঘুন্টি মধ্যপাড়া এলাকা হতে চাকুসহ দস্যুতা চেষ্টা মামলার আসামী মোঃ পারভেজকে (২৫) গ্রেফতার করেন। এসআই শুভ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ৩৬ বাড়ী কলোনী হতে ১৭পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মোঃ নাদিমকে গ্রেফতার করা হয়। এসআই অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গুচ্ছগ্রাম বাজার হইতে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবুল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়। এছাড়া কোতোয়ালী মডেল থানা পুলিশ ০২টি জিআর সাজা, ০২টি সিআর সাজা, ০১টি সিআর, ০৩টি জিআর পরোয়ানাভূক্ত আসামীদের সহ অন্যান্য মামলায় ০৫জন আসামীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।