রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ০৬

রির্পোটারের নাম / ৪০ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, আদালতের নির্দেশে পরোয়ানাভুক্তদের আওতায় আনাসহ মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবেগত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আশিকুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন চকশ্যামরামপুর এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ নেওয়াজ আলীকে গ্রেফতার করা হয়। এসআই রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গাঙ্গিনার ট্রাফিক মোড় হইতে চুরি মামলার আসামী মোঃ মনির শাহকে গ্রেফতার করা হয়। এএসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড়স্থ হইতে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী মোঃ আজিজুল হক ও মোহাম্মদ সাখাওয়াদ হোসেন মারুফকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এসআই খোরশেদ আলম এবং এএসআই আমিনুল ইসলাম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন আসামীকে গ্রেফতার করা হয়। জিআর পরোয়ানায় ০২জন হলেন মোঃ রাকু রহমান ও এরশাদ। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com