স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে নগরবাসি ও সদর এলাকার মানুষজনকে নিরাপদে চলাফেরা ও শান্তিতে বসবাস করার সুযোগ দিতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান ও টহল পুলিশী কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে। এর মাঝে এসআই শাওন চক্রবর্তী নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর এলাকা থেকে মামলার আসামী শেখ মোঃ মোস্তফা কামাল, এসআই ফারুক আহম্মেদ নেতৃত্বে একটি টীম ডিবি রোড সায়েম হাসপাতালের সামনে থেকে আব্দুর রহিম ওরফে রহিমকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদ নেতৃত্বে একটি টীম নিমতলা অষ্টধার থেকে শামসুন্নাহার নামে আরো একজনকে গ্রেফতার করে। এছাড়া এসআই দিদার আলম, এএসআই দুলাল চন্দ্র রায়, এএসআই আবুল কালাম আজাদ পৃথক অভিযান পরিচালনা গ্রেফতারী পরোয়ানামুলে আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ জবান আলী, হেলাল উদ্দিন, স্বপ্না আক্তার ও সেলিম আহম্মেদ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।