স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে নগরবাসি ও সদর এলাকার মানুষজনকে নিরাপদে চলাফেরা ও শান্তিতে বসবাস করার সুযোগ দিতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান ও টহল পুলিশী কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এএসআই সুজন চন্দ্র সাহা এর নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভাটি দাপুনিয়া হতে জুয়া প্রশিকিউশনের আসামী মোঃ রুবেল, মোঃ লাল মিয়া, মোঃ সুরুজ, আবুল কালাম, মোঃ ফেরদৌস, মোঃ মানিক মন্ডল, মোঃ সোহরাব, মোঃ সোহেল, মোঃ জুয়েলকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হইতে নগদ ১,৪০০/- টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ তাস উদ্ধার করা হয়। ইহা ছাড়াও এসআই টিটু সরকার এবং এএসআই মাসুম রানা অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানা ০২ জন হলেন মোঃ দেলোয়ার ও খলিল ওরফে মোঃ খলিলুর রহমান আরিফ। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।