স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে নগরবাসি ও সদর এলাকার মানুষজনকে নিরাপদে চলাফেরা ও শান্তিতে বসবাস করার সুযোগ দিতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান ও টহল পুলিশী কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকা হতে দসুত্যা চেষ্টা মামলায় আসামী মোঃ রিফাতকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি ফাইবারের বাটযুক্ত স্টীলের ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মধ্য বাড়েরা হতে নিয়মিত মামলার আসামী হাসান মাহমুদকে গ্রেফতার করেন। এসআই মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় হতে দস্যুতার চেস্টায় মামলায় আবুল @ আবুল হোসেনকে গ্রেফতার করেন। ইহা ছাড়াও এসআই মানিকুল ইসলাম এবং এএসআই হযরত আলী অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১টি জিআর ও ১টি সিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানা ১ জন জয় দাস (ভাসমান)। সিআর গ্রেফতারী পরোয়ানা ১ জন মোঃ বিল্লাল মিয়া। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।