স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে নগরবাসি ও সদর এলাকার মানুষজনকে নিরাপদে চলাফেরা ও শান্তিতে বসবাস করার সুযোগ দিতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান ও টহল পুলিশী কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চরপাড়া এলাকা হতে চুরি পুরাতন মামলায় আসামী হিসাবে মোঃ সাজ্জাদ ও মোঃ ফার“ক মিয়া ওরফে আজিজুলকে গ্রেফতার করেন। এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চরপাড়া এলাকা হতে যৌনপীড়ন করার অপরাধে ফয়সাল আহম্মেদ রিগানকে গ্রেফতার করা হয়। এসআই আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর আনন্দিপুর এলাকা হতে দস্যুতা গ্রহনের অপরাধে আসামী মোঃ সুজন মিয়া ও মোঃ এনামুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের নিকট হইতে একটি প্লাস্টিকের রিভলবার সদৃশ খেলনা লাইটার ও একটি বাদামী রংয়ের রিভলবার সদৃশ খেলনা লাইটার এর কভার, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন, এবং একটি কালো প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের চাকু উদ্ধার করা হয়। এসআই হার“নুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কালীবাড়ী রোড হতে মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রাজিবকে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসআই অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ সবজিপাড়া¯’ হতে আসামী জাহাঙ্গীর মীর ও মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে মোট ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই নির“পম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বলাশপুর মরাখলা হতে ¯’ানীয় লোকজনদের সহায়তায় ছিনতাইকারী কাওসার ও রওনককে গ্রেফতার করা হয়। এএসআই মঞ্জুর“ল হক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় হতে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী মোঃ জামাল মিয়াকে গ্রেফতার করেন। এসআই মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম দুলদুল ক্যাম্প হতে মাদক ব্যবসায়ী মাহবুবকে গ্রেফতর করা হয়। আসামী নিকট হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসআই হার“নুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ঝাপারকান্দা হতে ধর্ষন মামলার আসামী বকুল সর্দারকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই কুমোদলাল দাস ১টি সাজা সিআর বডি এবং এএসআই রেজাউল করিম এবং সাইফুল ইসলাম ২টি জিআর বডি তামিল করেন।
সিআর (সাজা) গ্রেফতারী পরোয়ানা ১ জন মোঃ নূর“ল ইসলাম । জিআর গ্রেফতারী পরোয়ানা ২ জন মোঃ কামর“ল ও মোঃ কামর“ল। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।