স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরবাসি ও সদর এলাকার মানুষজনকে নিরাপদে চলাফেরা ও শান্তিতে বসবাস করার সুযোগ দিতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সানকিপাড়া রেলক্রসিং এলাকা হতে চুরি পুরাতন মামলায় আসামী মোঃ রিপনকে গ্রেফতার করেন। এসআই দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা সন্দিগ্ধ আসামী হিসাবে মোঃ রাসেলকে গ্রেফতার করেন। এসআই উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা এলাকা হতে নিয়মিত মামলার আসামী মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করেন। ইহাছাড়াও এসআই মানিকুল ইসলাম ১টি সিআর, এএসআই আবুল কালাম আজাদ ১টি সিআর এবং এএসআই শওকত হোসেন ১টি সাজাপ্রাপ্ত সিআর বডি তামিল করেন। সিআর সাজা বডি ১জন মোশারফ হোসেন, সিআর বডি ২জন মোঃ মাসুম রায়হান ও মোঃ বাবু মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।