স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চরপাড়া হতে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম ও মোঃ গালিব মিয়াকে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে বিভিন্ন ধরনের ৫০৪টি ইনজেকশন উদ্ধার করা হয়। এসআই ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের সহায়তায় গতকাল ১২ মে ভোরে শফিপুর হতে ধর্ষন মামলার আসামী সামিউল ইসলামকে গ্রেফতার করেন। এসআই আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বেগুন বাড়ী হতে মোঃ আঃ হান্নান কে গ্রেফতার করেন। এসআই আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর নিলীয়া কান্দাপাড়া হতে নিয়মিত মামলার আসামী আল- আমিন ও সামাদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।