স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের কোতোয়লি মডেল থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর ২নং ওয়ার্ড জেল রোড গলগন্ডা এলাকায় এই সভা হয়। সমাবেশে কোতয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বর্তমান সময়ে মাদক সবচেয়ে বেশি ক্ষতিকর। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যার ভয়াবহ ছোবল ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজকে ক্ষতিগ্রস্থ করছে। পাশাপাশি মাদক সমাজ ও রাষ্ট্রকে মেধাহীন করে তুলছে। এ জন্য মাদক নির্মুলের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে জড়িতদের কোন ধরণের ছাড় নেই। মাদকসেবী, ব্যবসায়ী ও মাদকের গডফাদার যত বড়ই হোক তাদেরকে আইনের হাতে তুলে দিতে সহযোগীতা করুন। তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন আপনাদের নাম গোপন রাখা হবে। তিনি আরো বলেন, জনসাধারণ পুলিশি সেবা নিতে এই থানায় কোন প্রকার হয়রানির স্বীকার হবে না। সততার সাথে স্বচ্ছতা বজায় রেখে আইন প্রয়োগ করতে পুলিশ বদ্ধপরিকর। জনসাধারণের সাথে পুলিশের যাতে দূরত্ব না থাকে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় ওয়ার্ড কাউন্সিলর গোলাম রফিক দুদু, শরিফুল ইসলাম শরীফ, সেলিনা আক্তার, এম এ মতিন, সারোয়ার হোসেন সুখন, আফজাল হোসেন হারুন, সাইফুল ইসলাম, সাব্বির হোসেন বিল্লালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।