স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ময়মনসিংহ জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তি ও শিক্ষার্থী এবং করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এককালীন অনুদানের এসব চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে ক্ষুদ্র জাতিসত্বা, নৃগোষ্ঠী ব্যক্তি ও শিক্ষার্থী এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিদের মাঝে এ অনুদান বিতরণ করা হচ্ছে।
ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলায় আজ ৫৯৪ জন ব্যক্তির মাঝে মোট ১৪ ল ৯৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।