মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. যোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দঃজেলা স্বেচ্ছাসেবক দল।বৃহঃস্পতিবার বিকেলে নগরীর বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন জনির নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: শরিফুল ইসলাম,কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আহম্মেদ সেলিম, গফরগাঁও উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম দিদার,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম,ময়মনসিংহ দঃজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য কামরুল ইসলাম সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ,আমরা একটাই শপথ নিতে চাই যতক্ষণ এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার না করা হবে ততক্ষণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।নেতৃবৃন্দ আরো বলেন, গ্রেপ্তার হামলা ও মামলা দিয়ে সরকার পতনের আন্দোলন প্রতিহত করা যাবে না।