স্টাফ রিপোর্টার : “সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, ময়মনসিংহ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ এর উদ্যোগে বুধবার (০২ ফেব্রুয়ারী) সকালে অন লাইন জুম প্ল্যাটফর্মে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর সভাপতিত্বে অন লাইন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলাস্থ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিরাপদ খাদ্য ও কোভিড স্বাস্থ্যবিধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি খাদ্য উৎপাদক, প্রক্রিয়াকারক ও ভোক্তা পর্যন্ত সকলের করণীয় বিষয়য়ে গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
বক্তারা খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতাই পারে খাদ্যে ভেজাল হ্্রাস করতে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপ এর পে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন প্রদান করেন মময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপনের পাশাপাশি, সারাদেশে ৬৪ জেলায় একযোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে।