শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ময়মনসিংহে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

রির্পোটারের নাম / ১৮৫ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : “নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহসাপতিবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিল্প কারখানার নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভালুকা শিল্পাঞ্চল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা এবং জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আফতাব উদ্দিন। ময়মনসিংহ কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজনে এবং জেলা প্রশাসন এর সহযোগিতায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বুলবুল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন নন্দন চক্রবর্তী। আলোচনা সভায় কলকারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রতিনিদিদের আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com