স্টাফ রিপোর্টার : “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় তি” এই প্রতিপাদ্যকে মূলমন্ত্র হিসেবে নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহর আয়োজনে, বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অথিতি বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। পরে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক শিার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। র্যালী শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আনন্দ মোহন কলেজ এর অধ্য প্রফেসর মোঃ আমান উল্লাহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ এর অধ্য প্রফেসর মোঃ আবু তাহের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা উপ-পরিচালক আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী প্রমুখ।