স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে এককেজি গাজা উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভযানের অংশ হিসাবে শনিবার রাতে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ জেলার গৌরীপুরে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদ আলীকে গ্রেফতার করে। সে গৌরীপুরের বীর পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।