স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষে ২০২১-২২ ইং সালের আওতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বাছাইকৃতদের নিয়ে জেলা পর্যায়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আবাসিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, ডিসিএ নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম মাহবুবুল হাসান প্রমুখ। এসময় জেলা উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ফুটবল এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ উক্ত আবাসিক প্রশিক্ষণ আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মানসিক বিকাসে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য ব্যক্ত করেন এবং খেলাধুলার বিভিন্ন তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।
উল্লেখ্য ৫ দিন ব্যাপী এই আবাসিক প্রশিক্ষণে ১৩টি উপজেলা থেকে পূর্বে বাছাইকৃত ২৬ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।