সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ময়মনসিংহে নিম্নআয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

রির্পোটারের নাম / ৪৫ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে ভতুর্কি মূল্যে নিম্মআয়ের মানুষের নিকট টিসিবি‘র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা মিলনায়তনে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব আসমা সুলতানা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তারুজ্জামান, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক তার বক্তব্যে টিসিবি’র পণ্য বিতরণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশনা প্রদান করেন।
উল্লখ্য, এ মহতী উদ্যোগের প্রথম পর্যায়ে সমগ্র বাংলাদেশে প্রায় ১ কোটি নিম্নআয়ের মানুষের মাঝে চিনি, ডাল ও তেল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ছোলা, পেঁয়াজ ও খেজুর বিতরণ করা হবে। আজ সোমবার সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ এই তিনটি ওয়ার্ডের উপকারভোগী পরিবারের মাঝে এই পণ্যবিক্রি করা হবে। এছাড়াও ১৩টি উপজেলার নির্ধারিত বিভিন্ন ইউনিয়নে পণ্য বিক্রয় করা হবে।
উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মুলে পন্য সামগ্রী বিতরণের আওতায় টিসিবির মাধ্যমে ময়মনসিংহে ৩ লাখ ২ হাজার ৯৭১ উপকারভোগী পরিবারের মাঝে পণ্যবিক্রি করা হবে। এর মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৭০ হাজার, ৪০৯ জন এবং ১০টি পৌরসভা ও ১৩ উপজেলার সকল ইউনিয়নে ২ লাখ ৩২ হাজার ৫৬২জন উপকারভোগী পরিবার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com