এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহে বিএনপি’র বিভাগীয় সমাবেশ গতকাল শনিবার নগরীর মাসকান্দা পলিটেকনিক এর মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করতে ময়মনসিংহ মহানগর যুবদলের প্রচার সম্পাদক আদনান কামাল তালুকদার দিপুর নেতৃত্বে একটি মিছিল যোগদান করে। মিছিলটি ধোপাখলা মোড় থেকে শুরু হয়ে ময়মনসিংহে বিএনপি’র বিভাগীয় সমাবেশ স্থল ময়মনসিংহ পলিটেকনিক্যাল মাঠে গিয়ে সমাবেশে যোগ দেয়। ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চে একটি চেয়ার ফাঁকা রেখে শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়।
কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর ঘোষণা দেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ মহানগর বিএনপি’র সংগ্রামী সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পি’র সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বিএনপির গণসমাবেশ জনসমুদ্রের পরিণত হয়েছিলো। জানা যায়, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির এই বিভাগীয় সমাবেশ করেছে। এর আগে সকাল থেকে ধানের শীষ ও জাতীয় পতাকা, দলীয় পতাকা ও নেতাকর্মীদের ছবি সংবলিত ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে অবস্থান নেয় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা।