স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জানুয়ারী) সকালে নগরীর টাউন হল চত্বরে জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দ আশরাফুল ইসলাম এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়ায় অংশ গ্রহণ করেন।
ময়মমসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া এর সভাপতিত্বে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা নাজিম উদ্দীন আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো ইকরামুল হক টিটু প্রমুখ। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্য আবু সাইদ দীন ইসলাম ফকরুল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, সহদপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা শ্রমিক লীগ আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখকার হোসেন খোকন জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।