স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পটগুদামন্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এর নেতৃত্বে র্যাঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম সেবা) এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর নেতৃত্বে জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আশিফ হোসেন ডন এর নেতৃত্বে কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠন, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম এর নেতৃত্বে মহানগর আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন সরকারি, বেসকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৮টায় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সম্মিলিত কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।