স্টাফ রিপোর্টার :র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাাম্পের একটি বিশেষ দল নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুই সদস্যকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো, সোহাগ মিয়া ও মোঃ হাসান।মেজর আখের মুহম্মদ জয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে এ অভিযান চলে। তাদের কাছ থেকে ৩০ কেজি গাজা উদ্ধারসহ গাজা বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং পিকআপ ও গাড়ি বিক্রয়ের রশিদ উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বরাত দিয়ে র্যাবের কোম্পানী অধিনায়ক বলেন, চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা থেকে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা μয়-বিμয় করে আসছে। তাদের নামে র্যাব বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে।