স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে শিশুধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামীকে আটক করেছে র্যাব। রবিবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজিব মিয়া চর ঝাউগড়ার মিরাজ আলীর ছেলে বলে র্যাব জানায়।
র্যাব-১৪ মমনসিংহ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৫ মার্চ ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের চর নিলক্ষিয়ায় শিশু ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে। জানতে পেরে র্যাব-১৪’র একটি দল তাৎক্ষনকি ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের ভিত্তিতে রবিবার রাতে শম্ভুগঞ্জ এলাকা থেকে রাজিব মিয়াকে আটক করে। সে চর ঝাউগড়া এলাকার মিরাজ আলীর ছেলে। র্যাব জানায়, ২৬ ফেব্রুয়ারী সকালে ঐ শিশুর পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ধর্ষক রাজিব মিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক-চিৎকার করলে ধর্ষক রাজিব মিয়া কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে শিশুর মা সূযী আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৩, তাং-০৫/০৩/২০২২ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৪)(খ)।