স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা), ময়মনসিংহ’এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার। ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের একান্ত সচিব এস এম গোলাম কিবরিয়া এবং উপ-সচিব মোঃ নূরে আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবার (বালিকা), ময়মনসিংহের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য সৈয়দা সেলিমা আজাদ এবং খন্দকার মাহবুব আলম।
প্রধান অতিথি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে, এল্েয সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।