মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ময়মনসিংহে ৪০ ঘন্টা ধরে হাসপাতালের হিসাবরক্ষক মেহেদী নিখোঁজ, এখনো উদ্ধার হয়নি

রির্পোটারের নাম / ১৭০ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সাবেক হিসাবরক্ষক বর্তমানে শালিকা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেহেদী হাসান আরিফ নিখোঁজ হয়েছে। প্রায় ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ মেহেদী হাসান জেলার ত্রিশাল পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের পুত্র। তিনি মাগুরা জেলার শালিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ মাস আগে যোগদান করেছেন।

যোগদানের ৭ দিন পর থেকে অসুস্থজনিত কারণ ছুটি নিয়ে অদ্যবতী পর্যন্ত অনুপস্থিত। মাগুরা সিভিল সার্জন দেওয়ান আব্দুল্লাহ বলেন, আমি মহাপরিচালক মহোদয়কে লিখিত জানিয়েছেন। তার বেতন বন্ধ এবং বিভাগীয় মামলা চালু হয়েছে। গতকাল ৭ নভেম্বর ত্রিশালের জয়নাল নামের একজন ব্যক্তির ফেসবুক আইডি থেকে তথ্য জানা যায়। ফেসবুক ওয়ালে জয়নাল লিখেন,মেহেদী হাসান ও জাকির হোসেন নামের একজন স্বাস্থ্যকর্মীর সাথে দীর্ঘদিন চাকরির বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

উল্লেখিত বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলে স্বাস্থ্য অধিদপ্তরে তদন্ত কমিটি সত্যতা পেয়ে তাকে মাগুরা শালিকা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে সারা দেশে আলোচনা সমালোচনা শুরু হয়।

সংবাদের সত্যতা পেয়ে স্বাস্থ্য অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। ফেসবুক টাইমলাইনে জয়নাল আরো বলেন, আমাদের সন্দেহ কেরানি জাকির হোসেনসহ তিনজন জড়িত।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন,একটু জিডি হয়েছে। এর সূত্র ধরেই আমরা কাজ করছি। এখন কিছু বলা যাবে না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com