স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ অভিযান পরিচালনা গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে
কোতোয়ালী থানাধীন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রাঙ্গন হইতে মোটরসাইকেল চুরির অপরাধে স্থানীয় জনগনের সহায়তায় আসামী মোঃ সজিব ওরফে সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়। এসআই শাওন চক্রবর্তী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কেওয়াটখালী এলাকা হইতে চুরির পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে মোঃ
রনি সরকারকে গ্রেফতার করা হয়।
এছাড়া কোতোয়ালী মডেল থানা পুলিশ ০২টি সিআর সাজা, ০১টি জিআর সাজা, ০২টি জিআর এবং ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।