স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও বিচারিক কাজে সহায়তার লক্ষে গ্রেফতারী পরোয়ানাভৃক্তদের দ্রুততম সময়ে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এছাড়াও আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন দাপুনিয়া বাজার হইতে অপহরন পুরাতন মামলার আসামী সিয়ামকে গ্রেফতার করেন। এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বলাশপুর আবাসন এলাকা হইতে চুরি মামলায় আসামী হিসাবে কাজলকে গ্রেফতার করেন। এসআই উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম এলাকা হইতে চুরি মামলার আসামী রুহুল আমিনকে গ্রেফতার করেন। এসআই মানিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম র্যালীর মোড় হতে নিয়মিত মামলার আসামী মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেন। ইহা ছাড়াও এসআই ফারুক আহম্মেদ, এসআই আশিকুল হাসান, এএসআই হুমায়ুন, এএসআই ইলিয়াছি খান, এএসআই নিজাম উদ্দিন, এএসআই মনিরুজ্জামান’গন জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন এবং সিআর সাজা পরোয়ানায় ০১জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩জন সহ মোট ০৬জন পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতার করেন। জিআর পরোয়ানায় ০২জন হলেন মোঃ মাসুদ রানা, মোঃ মুসা মিয়া। সিআর পরোয়ানায় ০২ জন হলেন, সাফিয়া খাতুন, মোঃ মুন্না মিয়া। সিআর সাজা পরোয়ানায় ০১জন মোঃ মশিউর রহমান (রিংকু)। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।