স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও বিচারিক কাজে সহায়তার লক্ষে গ্রেফতারী পরোয়ানাভৃক্তদের দ্রুততম সময়ে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এছাড়াও আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ০৩ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজার হইতে মাদক মামলার আসামী নিপা, মোঃ আঃ রহমানকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০৪ পুটলা হেরোইন উদ্ধার করা হয়। ইহা ছাড়াও এএসআই আবুল কালাম আজাদ অত্র থানা এলাকার বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করিয়া সিআর সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় ০১জন আসামীকে গ্রেফতার করা হয়। সিআর সাজা প্রাপ্ত পরোয়ানা ০১ জন মোঃ আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে