স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এ অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বলাশপুর এলাকা হইতে নিয়মিত মামলার আসামী মোঃ শাহদাৎ আলম ওরফে সজিবকে গ্রেফতার করেন। এএসআই সুজন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর কালীবাড়ী হইতে জুয়া আইনে আসামী সেলিম শেখ, মোঃ হামিদ আলী, সুজন, মারফত আলী, মোঃ আলামিন ও আঃ হাইকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১২২০/-টাকা এবং ৫২টি তাস উদ্ধার করা হয়। ইহা ছাড়াও এসআই সোহেল রানা এবং এসআই হারুনুর রশিদ পৃথক পৃথক থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর সাজা প্রাপ্ত এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন আসামীকে গ্রেফতার করা হয়। সিআর সাজা প্রাপ্ত পরোয়ানায় আম্বিয়া আক্তার বেগম ও মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।